Wednesday, December 30, 2015

জৈব যৌগের নামকরণ-৪

শিখনফল: IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করতে পারবে।


আগের পর্বের ধারাবাহিকতায় এই পর্বে আমরা জৈব যৌগে উপস্থিত কার্যকরী মূলক অনুসারে prefix suffix সমূহ বসিয়ে নামকরণ শিখব।


যৌগটির দীর্ঘতম শিকলে ৪টি কার্বন পরমানু এবং ১ নং অবস্থানে কার্বন-কার্বন দিবন্ধন অর্থাৎ অ্যালকিনের কার্যকরী মূলক রয়েছে। আর আমরা জানি, অ্যালকিনের জন্য কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে মূলশব্ধ (word root) এর পর পরপদ (suffix) হিসেবে ইন (-ene) বসে। তাই যৌগটির নাম বিউট-১-ইন।

লক্ষ্য করি, IUPAC নামকরণে অবস্থান সূচক একাধিক সংখ্যা কমা (,) এবং শব্ধ ও সংখ্যার মাঝে হাইফেন বসে।


এই যৌগটিতে দ্বিবন্ধন দুইবার আছে তাই ডাইইন।

অনুরুপভাবে ৩,৪,৫ ইত্যাদি বারের জন্য ট্রাই, টেট্রা, পেন্টা ইত্যাদি শব্ধ বসবে। একই নিয়ম যেকোন একাধিক কার্যকরী মূলকের জন্য প্রযোজ্য।

ইন-আইন যৌগের অবস্থান নির্ণয়।


এই যৌগটিতে একই সাথে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন রয়েছে। কিন্তু দুই ধরনের বন্ধনের মধ্য ত্রিবন্ধন (-আইন) ক্ষুদ্রতর অবস্থানে রয়েছে এবং যেদিক থেকে সংখ্যায়িত করলে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যেটিকে আগে পাওয়া যাবে সেদিক থেকে সংখ্যায়িত করতে হবে।

কিন্তু যদি দ্বিবন্ধন ও ত্রিবন্ধন একই অবস্থানে থাকে তবে সেক্ষেত্রে দ্বিবন্ধন (-ইন) কে ক্ষুদ্রতম অবস্থানে রাখতে হবে। যেমন-


ইন ও আইন উভয়ই ১ নং অবস্থানে রয়েছে। কিন্তু অগ্রাধিকার ক্রম** অনুসারে (**অগ্রাধিকার ক্রমের নিয়মের বিস্তারিত নিম্নে আলোচনা করা হয়েছে) ইন কে ক্ষুদ্রতম অবস্থানে রেখে নামকরণ করা হয়েছে। 

এবার আরেকটি যৌগ লক্ষ্য করি।



এই যৌগটিতে একই দীর্ঘতম শাখায় একটি অ্যালকাইল মূলক এবং একটি কার্বন-কার্বন দ্বিবন্ধন রয়েছে। একই মূলশিকলে একাধিক কার্যকরী মূলক বা প্রতিস্থাপিত মূলক থাকলে নিম্নলিখিত অগ্রাধিকার ক্রম অনুসরণ করতে হবে।

একাধিক প্রতিস্থাপিত বা কার্যকরী মূলক বিশিষ্ট জৈবযৌগের ক্ষেত্রে অগ্রাধিকার ক্রম।(** চিহ্ন বিশিষ্টগুলো বেশী গুরুত্বপূর্ন)

-COOH (কার্বোক্সিলিক এসিড)**
-SO3H (সালফানিক এসিড
-COX (এসিড হ্যালাইড)
-CONH2 (অ্যামাইড)
-CN (সায়ানাইড)
- CHO (অ্যালডিহাইড)**
-CO- (কিটোন)**
-OH (অ্যালকোহল)**
-NH2  (অ্যামিন)
alkene (double bond)**
alkyne (triple bond)**
alkane
-OR (ইথার)
-X (হ্যালাইডস) (-F (ফ্লোরো)>-Cl ( ক্লোরো) > -Br ( ব্রোমো )> -I (আয়োডো )
-NO2 (নাইট্রো)
-R (অ্যালকাইল)

এবং এই ক্রম অনুসারে যেটি উপরে থাকবে সেটিকে মূল যৌগ বিবেচনা করে ন্যূনতম অবস্থানে রেখে নামকরণ করতে হবে।
এই নিয়ম অনুসারে যেহেতু দ্বিবন্ধনের অবস্থান অ্যালকাইল মূলকের উপরে তাই উপরের যৌগটির নাম হবে ৪-মিথাইলপেন্ট-২-ইন।

এইবার আমরা বিভিন্ন ধরনের জৈব যৌগের নামকরণ অনুশীলন করবো।

অনুশীলনের সুবিধার্থে নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। প্রত্যেকটির নামকরণ বোঝার চেষ্টা কর।
     
                   

(তিনটি অ্যালকোহল মূলক)

(প্রথমটিতে কিটোনের কার্যকরী মূলক, এবং দ্বিতীয়টিতে অ্যালডিহাইডের)

(এক কার্বন তাই মিথানোয়িক এসিড, তবে যৌগটি ফরমিক এসিড নামে বেশী পরিচিত)


(অগ্রাধিকার ক্রম অনুসরণ করে নামকরণ করা হয়েছে)


(অগ্রাধিকার ক্রমে অ্যালডিহাইড-এর কার্বন ১নং এ রেখে দীর্ঘতম শিকল নির্ণয় করা হয়েছে)


(কার্বোক্সিলিক এসিডের কার্বন সবসময় ১নং)



(দীর্ঘতম শিকল নির্ণয় ও হ্যালোজেনের নামকরণে ইংরেজি বর্নানুক্রম)



(অ্যামিন প্রতিস্থাপক সমূহকে সংখ্যার পরিবর্তে N,N দ্বার চিহ্নিত করতে হয়)


আগামী পর্বে আমরা চক্রিয় যৌগসমূহের নামকরণ শিখব।


No comments:

Post a Comment